গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম (৪৯) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি পার্শ্ববর্তী পীরগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল বলেন, ‘‘বিকেলে গোপালপুর নামক স্থানে অটোরিকশা ও অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা আশরাফুল পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/মাসুম/রাজীব