‘তারেক রহমানের ফেরার বিষয়ে সকলকেই সহযোগিতা করা উচিত’
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের দিরাই উপজেলায় করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির।
অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে তার ছেলে তারেক রহমানের দেশের ফেরার জন্য সকলের সহযোগিতা করা উচিত বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘‘আমার জানামতে, উনার (তারেক রহমান) নামে এখন আর কোনো মামলা নেই। অন্য কোনো কর্তৃপক্ষের যদি কোনো বিষয় থাকে, তাহলে সকলকেই তাকে সহযোগিতা করা উচিত। যারে এই সময়ে তিনি তার মায়ের কাছে এসে সময় দিতে পারেন।’’ তারেক রহমান ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলায় করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
শিশির মনির বলেন, ‘‘খালেদা জিয়া ঐক্যমতের এক প্রতীক ছিলেন। তিনি যখনি আহ্বান করতেন, তখনি রাজনৈতিক দলগুলো তার ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক ক্রাইসিস (সংকট) মোকাবিলা করেছেন।’’
তিনি আরো বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুরো জাতিকে আহত করেছে। আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’
ঢাকা/মনোয়ার/বকুল