নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মাকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় অবস্থিত লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওই রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’’
আসাদুজ্জামান রোমেল বলেন, ‘‘নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।’’
এদিকে, লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাথে সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছেন।
ঢাকা/কাওছার/রাজীব