ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে চাচা-ভাতিজাকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৩০ নভেম্বর ২০২৫  
গোপালগঞ্জে চাচা-ভাতিজাকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

হাসপাতালে চিকিৎসাধীন বাদল খান ও হাদিয়ার খান

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাচা-ভাতিজাকে কুপিয়ে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩০ নভেম্বর) ভোররাতে উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের তিন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাদল খান ও হাদিয়ার খান। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। বর্তমানে দুইজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাদলের স্ত্রী শাহানাজ খানম বলেন, ‘‘ফজরের নামাজ শেষে অসুস্থ ভাইয়ের বউকে দেখতে ভাতিজা হাদিয়ার খানের অটোরিকশায় রামদিয়া থেকে পার্শ্ববর্তী গ্রাম কামারোল যাচ্ছিলেন বাদল খান। ভোর ৫টার দিকে তারা খাগড়াবাড়িয়া তিন ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তায় বাঁশ ফেলে অটোরিকশার গতিরোধ করে ৬-৭ জন দুর্বৃত্ত। তাদের সবার মুখ বাঁধা ও হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় অটোরিকশাচালক হাদিয়ার ও যাত্রী বাদল খানকে কুপিয়ে ও পিটিয়ে তাদের কাছ থাকা নগদ টাকা ও অটোরিকশা ছিনিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।’’

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘‘বিষয়টি জেনেছি। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’’

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়