ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে মোবাইল কোর্ট, ৪ ড্রেজার জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:০৫, ২ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে মোবাইল কোর্ট, ৪ ড্রেজার জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

অভিযানে ৪টি ড্রেজার জব্দ করা হয় ও ১১ জন শ্রমিককে আটক করা হয়।

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

অভিযানে সহযোগিতা করেছেন গজারিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার ও তার টিম, চর আব্দুল্লাহপুর এবং মুক্তারপুর নৌ-পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে চারটি ড্রেজার জব্দ করা হয় এবং বালু উত্তোলনে সহযোগিতার অভিযোগে ১১ জন শ্রমিককে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়। পরে ড্রেজারের মালিকদের উপস্থিতিতে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। 

আটক শ্রমিকরা মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় মুক্তি পান। জনস্বার্থ এবং নদী রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা/রতন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়