পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকারীরা জানান, পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে এবং বিএনপির প্রতি মানুষের আস্থা বৃদ্ধির কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় নেতারা বলেন, এই গণযোগদান আগামী নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী করবে।
ঢাকা/রূপায়ন//