শরীয়তপুরে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও এই পেশার কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আজকে বিকেলের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর হাসপাতালের ল্যাবরেটরি টেকনোলজিস্ট আসলাম মিয়া, ফার্মাসিস্ট বিকাশ কুমার সরকার, ফার্মাসিস্ট জহিরুল ইসলাম, ডেন্টাল টেকনোলজিস্ট রফিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।
ঢাকা/সাইফুল/মাসুদ