ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩২, ৭ ডিসেম্বর ২০২৫
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার ভবানীখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম সাগর মিয়া (১৪)। সে ভবানীখিলা গ্রামের নেদম মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে, মা বাড়িতে না থাকায় সাগর রাইস কুকারে ভাত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় জলিল মিয়া বলেছেন, আমরা চিল্লাচিল্লি শুইনা বাড়িতে গিয়া দেখি, পুলাডা পইড়া আছে। পরে হাসপাতালে পাঠানো হইছে। হাতটার আঙুলে কারেন্ট ধইরা পুইড়া গেছে। পরে শুনলাম হাসপাতালে যাবার আগেই মইরা গেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেছেন, বৈদ্যুতিক শকে সাগরের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঢাকা/তারিকুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়