ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্ষিক পরীক্ষা নিলে ‘থুথু দিবস’ পালনের হুমকি 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৯ ডিসেম্বর ২০২৫  
বার্ষিক পরীক্ষা নিলে ‘থুথু দিবস’ পালনের হুমকি 

অভিযুক্ত সহকারী শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটন।

সহকারী শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটনের একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে বরগুনা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সমাজে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

অভিযোগ উঠেছে, তিনি প্রধান শিক্ষকদের উদ্দেশে অশালীন মন্তব্য, বিভাজন সৃষ্টির চেষ্টা এবং বার্ষিক পরীক্ষা নিলে ‘থুথু দিবস’ পালনের হুমকি দিয়েছেন।

অভিযুক্ত লিটন পশ্চিম মোনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করছেন।

জানা গেছে, এ ঘটনায় গত ৪ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার বেশ কয়েকজন প্রধান শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (ডিপিও) নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ ডিসেম্বর উপজেলা শিক্ষক সমিতির এক আলোচনায় কয়েকজন সহকারী শিক্ষকের উপস্থিতিতে সহকারী শিক্ষক লিটন প্রধান শিক্ষকদের বিরুদ্ধে হুমকিসূচক বক্তব্য দেন।

ভিডিওতে শিক্ষক লিটন বলেন, “ওরা (প্রধান শিক্ষকরা) কি জানে না আমাদের দশম গ্রেড দিলে তোরা তো আরো ওপরে যাবি, তোদের তো লস নেই। এরপরও যদি ওরা দায়িত্ব পালন করে তবে আমরা ওদের মুখে থুথু দিয়ে দিবস পালন করব।”

প্রধান শিক্ষকরা অভিযোগ করেন, সহকারী শিক্ষকদের গ্রেড ১১ বাস্তবায়ন সংক্রান্ত চলমান কর্মবিরতি নিয়ে মন্তব্য করতে গিয়ে লিটন প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন না করার জন্য চাপ প্রয়োগের ঘোষণা দেন। এসময় প্রধান শিক্ষকরা দায়িত্ব পালন করলে মুখে থুথু দেওয়ার মতো অবমাননাকর মন্তব্য করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “ইচ্ছাকৃতভাবে আমার ভিডিও বিকৃত করে ছড়িয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা চলছে।”

এ বিষয়ে পশ্চিম মোনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা আক্তার নিলু বলেন, “সারা দেশে সহকারী শিক্ষকদের যখন ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন চলছে, তখন আমাদের ঊর্ধ্বতনরা বলছে পরীক্ষা নেবে। তখন বার্ষীক পরীক্ষা চলে, পরীক্ষা তো নিতেই হবে। আমরা পরীক্ষা না নিলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো সরকারি চাকরি করি কিন্তু একজন সহকারী কীভাবে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করে? থুথু মারব, ওরা, ওদের, তোরা, পরীক্ষা নিলে ওদের বিরুদ্ধে থুথু দিবস পালন করব ইত্যাদি। এতে তো পরিবেশ নষ্ট হয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. ছালেহ জানান, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়