সাড়ে ৪ ঘণ্টা পর চালু পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, সকাল সোয়া ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়াগামী ট্রাক চালক লুৎফর মিয়া বলেন, “কুয়াশায় ঘাট বন্ধ থাকায় আধা বেলা সময় নষ্ট। ঘাটে আটকা থাকায় খাওয়া থাকার খরচও বেড়ে যায়। সঠিক সময়ে মালামাল না পৌঁছে দিলে মহাজনের লোকসান হয়। ঘাটে আটকা মানেই ভোগান্তি।”
রাজবাড়ীগামী একটি বাসের যাত্রী রোকসানা বেগম বলেন বলেন, “ঘাটে আটকে থাকায় শিশুদের নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। এখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকায় বেশি ভোগান্তি হয়েছে। বাসের ভেতর বসে থেকে অসুস্থ হয়ে যাচ্ছি।”
মোতালেব হোসেন নামের আরেক যাত্রী বলেন, “সাভারের একটি পোশাক কারাকানায় কাজ করি। জরুরি প্রয়োজনে দুইদিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। ছুটির একদিন তো ঘাটেই গেল। কতকিছু আবিষ্কার হল, কিন্তু কুয়াশার মধ্যে ফেরি চলাচল টাই আবিষ্কার হল না, ভোগান্তিও কমল না।”
পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। নৌরুটে শাহ পরান, কেরামত আলী, খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বিএস ডা. গোলাম মাওলা, বাইগার, ঢাকা, ভাষা শহীদ বরকত, শাহ মখদুম, হাসনাহেনা নিয়মিত চলাচল করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে সাড়ে চার ঘণ্টা এ নৌরুট বন্ধ ছিল। সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় ঘাটে আটকা পড়া যানবাহন ও যাত্রীদের সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।”
ঢাকা/চন্দন/মাসুদ