ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার থেকে বিশেষ ট্রেনে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা 

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৬, ২৪ ডিসেম্বর ২০২৫
কক্সবাজার থেকে বিশেষ ট্রেনে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা 

ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী।

১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পর্যটন জেলা কক্সবাজারসহ সারা দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তার আগমন উপলক্ষ্যে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজার জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী। সড়কপথে বাস ও মাইক্রোবাসের পাশাপাশি নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে কক্সবাজার-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর সকালে ঢাকার পূর্বাচলে নির্ধারিত সংবর্ধনাস্থলে কক্সবাজার থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে সড়কযানের পাশাপাশি রেলপথেও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “আমরা অধীর আগ্রহে তারেক রহমানের অপেক্ষায় আছি। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা নিজ উদ্যোগে বাস ও ট্রেনে করে ঢাকায় যাবেন। দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তিনি দেশে ফিরছেন এটি একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন।”

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শহরে স্বাগত মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’ এমন নানা স্লোগান দেন নেতাকর্মীরা। 

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান জানান, ছাত্রদলের ৭৫টি ইউনিটের দায়িত্বশীলরা সশরীরে ঢাকায় উপস্থিত থাকবেন।

তৃণমূল পর্যায়েও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বলেন, “তৃণমূলের অসংখ্য নেতাকর্মী সুশৃঙ্খলভাবে এই স্মরণীয় আয়োজনে অংশ নিতে ঢাকায় যাবেন।”

নেতাকর্মীদের যাতায়াতের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্য ৭টায় কক্সবাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।” 

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩টি কোচের একটি স্পেশাল ট্রেন অনুমোদন দেওয়া হয়েছে।

৫০৪ আসনবিশিষ্ট এই বিশেষ ট্রেনে নেতাকর্মীরা নিজ উদ্যোগে টিকিট সংগ্রহ করে যাতায়াত করবেন বলে জানা গেছে।

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়