ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ভিজিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিতের নির্দেশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ ডিসেম্বর ২০২৫  
নতুন ভিজিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিতের নির্দেশ 

আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি এলাকায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নতুন কোনো উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থগিতাদেশের আওতায় পড়েছে— ভিজিডব্লিউবি (মা ও শিশু সহায়তা কর্মসূচি) এবং এমসিবিপির (ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম) মতো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। তবে, চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশন।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাখতে নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নতুন করে কোনো সুবিধাভোগী তালিকাভুক্তি কিংবা নতুন প্রকল্প গ্রহণ করা যাবে না। তবে, যেসব কর্মসূচি আগে থেকেই চালু আছে, সেগুলোতে কোনো বাধা নেই।

আরো বলা হয়, বিশেষ পরিস্থিতিতে যদি কোনো এলাকায় নতুন কার্যক্রম গ্রহণ একান্ত জরুরি হয়ে পড়ে, সে ক্ষেত্রে সরাসরি উদ্যোগ না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে। একইসঙ্গে বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রোধ এবং ভোটারদের প্রভাবিত করার সুযোগ বন্ধ করতেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়