ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‎বেরোবি কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৪ ডিসেম্বর ২০২৫  
‎বেরোবি কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

নবনির্মিত দ্বিতীয় তলায় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার পাশাপাশি লাইব্রেরি, খতিব ও মুয়াজ্জিনের জন্য অফিস কক্ষের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “কেন্দ্রিয় মসজিদের সম্প্রসারণের ফলে শিক্ষার্থীসহ সকল মুসল্লি বৃহৎ পরিসরে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।”

আরো পড়ুন:

তিনি আরো জানান, “ভবিষ্যতে মসজিদটিকে তৃতীয় তলায় সম্প্রসারণ করা হবে এবং পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত করা হবে।”

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/সাজ্জাদুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়