ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

খুলনা থেকে ঢাকায় যাবেন বিএনপির ১০ হাজার কর্মী 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৫  
খুলনা থেকে ঢাকায় যাবেন বিএনপির ১০ হাজার কর্মী 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে খুলনা থেকে বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। অনেকে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। অধিকাংশই আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় খুলনা থেকে একটি বিশেষ ট্রেনে রওনা হবেন বলে দলীয় দলীয় সূত্রে জানা গেছে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে বহু নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে একটি বিশেষ ট্রেন ছাড়বে। এই বিশেষ ট্রেনে নেতাকর্মীরা দলগতভাবে ঢাকায় যাবেন। খুলনা এবং দৌলতপুর স্টেশন থেকে ট্রেনটি নেতাকর্মীদের তুলে নেবে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়