ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘন কুয়াশায় বন্ধ ২ নৌরুট, মাঝনদীতে আটকা ৩ ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৬, ২৫ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় বন্ধ ২ নৌরুট, মাঝনদীতে আটকা ৩ ফেরি

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রাত ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। কুয়াশার কবলে পড়ে মাঝ নদীতে হামিদুর রহমান নামের একটি ফেরি নোঙর করে রয়েছে।” 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা নামের দুটি ফেরি মাঝনদীতে নোঙর করে আছে। এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৪টি ফেরি চলাচল করছে। উভয়ঘাটে যানবাহনগুলো সিরিয়ালে আছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।”

ঢাকা/চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়