ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৫  
খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

বৃহস্পতিবার ছিল বড়দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি রয়েছে শুক্র ও শনিবার। টানা এই ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় বেড়েছে। নদী, পাহাড় ও ঝরনার সৌন্দর্য দেখতে পার্বত্য এ জেলায় এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ। তাদের অনেকেই খাগড়াছড়ি ভ্রমণ শেষে গাড়ি ভাড়া করে রাঙামাটির সাজেকেও যাচ্ছেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যটন স্পটগুলো ঘুরে দেখা গেছে, সবখানই মুখরিত পর্যটকে। আলুটিলা, রহস্যময় গুহা ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে পরিবার পরিজন নিখে ঘুরতে এসেছেন পর্যটকরা।

আরো পড়ুন:

রাজশাহী থেকে আসা মো. রবিউল ইসলাম জানান, প্রথমবার খাগড়াছড়িতে এসে মুগ্ধ হয়েছে তিনি। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর্কষণ করেছে তাকে।  

ঢাকার মুন্সিগঞ্জ থেকে আসা মোছা. রোকসানা আক্তার জানান, তার কাছে সাজেক থেকেও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বেশি আকর্ষণীয় মনে হয়েছে। বিশেষ করে আলুটিলা পর্যটনকেন্দ্র থেকে উপভোগ করা খাগড়াছড়ি শহরের মনোরম দৃশ্য আর আঁকাবাঁকাভাবে বয়ে যাওয়া চেঙ্গী নদী সবচেয়ে বেশি আর্কষণ করেছে।

তিনি জানান, আলুটিলার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ব্যতিক্রমী সেতু,  রহস্যময় গুহা ও রিছাং ঝর্না ও হর্টিকাল চার পার্কে ঝুলন্ত সেতু সবকিছু ছিল মনোমুগ্ধকর। সুযোগ পেলে আবারও খাগড়াছড়ি আসার কথা জানিয়েছেন তিনি।

খাগড়াছড়ির হোটেল অরন্য বিলাসের ম্যানেজার মো. আব্দুর রশিদ সাগর ও পর্যটন মোটেলের ম্যানেজার ক্যউসিং মারমা জানান, তাদের ২৭ তারিখ পর্যন্ত প্রায় সব রুম বুকিং। তারা আশা করছেন, ইংরেজি নবর্বষ উপলক্ষে আরো পর্যটক আসবেন।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের জোন ইনচার্জ  জাহিদুল কবির জানান, পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন সে জন্য ট্যুরিস্ট পুলিশ সব সময় পর্যটন স্পটগুলোতে টহল দিচ্ছে। কোনো পর্যটক সমস্যার সম্মুখীন হলে তারা দ্রুত সহযোগিতা করেন।জেলা পুলিশও পর্যটকের সহযোগিতা করছে।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়