ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের আগমন: স্মৃতিসৌধে বিএনপি নেতাকর্মীদের ভিড়

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের আগমন: স্মৃতিসৌধে বিএনপি নেতাকর্মীদের ভিড়

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  এ নিয়ে সাভার-আশুলিয়ায়সহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভিড় করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর)  দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে এ চিত্র দেখা যায়।

আরো পড়ুন:

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া, বিভিন্ন ফেসস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সাভার পৌর বিএনপির সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, “আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছে। সে আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।

বিএনপির সমর্থক আমিনুল বলেন, “আমি ঢাকার ধামরাইয়ের থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। তারেক রহমান বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেছে। আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন তাই আমরাও সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।”

অপর দিকে, মতিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, “আমি বিএনপিকে সমর্থন করি এবং দলকে ভালোবাসি।  আজ আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধ আসবেন।  তাই, তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি। এই দিনটি আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল।”

ঢাকা/সাব্বির/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়