ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের সাথে ভূমি বিনিময়ে প্রস্তুত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ ডিসেম্বর ২০২৫  
ইউক্রেনের সাথে ভূমি বিনিময়ে প্রস্তুত পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার কিছু শীর্ষ ব্যবসায়ীকে জানিয়েছেন, তিনি ইউক্রেনে রুশ বাহিনীর নিয়ন্ত্রিত কিছু অঞ্চল বিনিময়ের জন্য প্রস্তুত। তবে তিনি পুরো ডনবাস চান। শুক্রবার রুশ সংবাদমাধ্যম কমার্স্যান্টের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার শীর্ষ সংবাদপত্রগুলোর মধ্যে একটি কমার্স্যান্টের ক্রেমলিন সংবাদদাতা আন্দ্রেই কোলেসনিকভ জানিয়েছেন, পুতিন ২৪ ডিসেম্বর গভীর রাতে ক্রেমলিনের বৈঠকে শীর্ষ ব্যবসায়ীদের পরিকল্পনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। 

কমার্স্যান্ট জানিয়েছে, “ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে রাশিয়ান পক্ষ এখনো অ্যাঙ্কোরেজে যে ছাড় দিয়েছে তা দিতে প্রস্তুত।” অন্য কথায়, ‘ডনবাস আমাদের।’

রাশিয়া বরাবরই দাবি করে আসছে, ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো রাশিয়া হস্তান্তর করবে না। এগুলো রাশিয়ার দখলেই থাকবে। তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এই বিষয়টি শান্তি আলোচনার সবচেয়ে বড় প্রতিবন্ধক। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছিলেন, ইউক্রেনীয় এবং মার্কিন প্রতিনিধিদল মিয়ামিতে রবিবার আলোচনায় ২০-দফা পরিকল্পনা চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।

এদিকে, শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, সম্ভাব্য ইউক্রেনীয় শান্তি চুক্তি সম্পর্কে মস্কো মার্কিন প্রস্তাব পাওয়ার পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি সহকারী মার্কিন প্রশাসনের সদস্যদের সাথে কথা বলেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ক্রেমলিনের পররাষ্ট্রনীতি সহকারী ইউরি উশাকভ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বেশ কয়েকজন সদস্যের সাথে টেলিফোনে কথা বলেছেন।

পুতিনের দূত কিরিল দিমিত্রিভ রবিবার মিয়ামিতে এক বৈঠকের পর মস্কোতে শান্তির জন্য মার্কিন প্রস্তাবের কাগজের কপি নিয়ে এসেছিলেন - এবং ক্রেমলিন বিস্তারিত বিশ্লেষণ করছে।

দিমিত্রি পেসকভ বলেছেন, “তথ্য বিশ্লেষণ করা হয়েছে এবং প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ করা হয়েছে। সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।”


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়