ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো দুই লঞ্চের সংঘর্ষের খবর

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৫
আরো দুই লঞ্চের সংঘর্ষের খবর

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এম খান ৭ লঞ্চের সঙ্গে ঢাকাগামী ঈগল ৪ লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এম খান ৭ লঞ্চের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে এম খান ৭ লঞ্চের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এম খান ৭ বরিশাল নোঙ্গর করে।

এম খান ৭ লঞ্চের সুপারভাইজার জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে এম খান ৭। রাত ১২ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল ৪ লঞ্চ এম খান ৭ এর পাঁজরে ধাক্কা দেয়। এতে লঞ্চের ট্যক্সিন, ওসারুপের পাইপ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, আহত হন কয়েকজন যাত্রী। দুর্ঘটনার বিষয়টি বিআইডব্লিউটিএকে জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এম খান ৭ বরিশাল নদীবন্দরে নোঙ্গর করে। সকালেই লঞ্চটির মেরামত কাজ শেষ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার আলী বলেন, ‘‘নৌ দুর্ঘটনায় এম খান ৭ লঞ্চের কিছু অংশের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে লঞ্চ কর্তৃপক্ষ সেটা মেরামত করেছে।’’

একই দিন রাত ১টা থেকে ২টার মধ্যে ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকায় মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হয়েছেন।

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়