ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:২২, ২৬ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানানোর বিধান থাকায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের উদ্দেশে রওনা হন তারেক রহমান। 

আরো পড়ুন:

তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে সূর্যাস্তের আগে পৌঁছাতে পারবেন না, এ আশঙ্কায় তারেক রহমানের পক্ষে আগেই শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবরসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা জেলার একাধিক নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়। এদিকে, স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের ১ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।

ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়