নারায়ণগঞ্জে বাল্কহেড থেকে লাফিয়ে বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ ২ শ্রমিক
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:২৬, ২৬ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগায় বালুবাহী একটি বাল্কহেডের দুই শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকিবুল ইসলাম জানিয়েছেন, বালুভর্তি একটি বাল্কহেড মুন্সীগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন নামে একটি লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় ওই বাল্কহেডকে ধাক্কা দেয়। তখন বাল্কহেড থেকে দুজন শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হন। তাদের উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
ঢাকা/অনিক/রফিক