ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মারধরে আহত কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ২৬ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে মারধরে আহত কৃষকের মৃত্যু

স্বজনদের আহাজারি

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার নাম আল আমিন শেখ (৩০)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন। আল আমিন শেখ একই গ্রামের আকবর শেখের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, মধুখালী গ্রামের হাসেম শেখের ছেলে ফাইজুল শেখ ও আব্বাস শেখ, নওয়াব শেখের ছেলে টিপু শেখের সঙ্গে আকবর আলী শেখের ছেলেদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে আল আমিন বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে ফাইজুল ও আব্বাস বাধা দেয়। সে সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফাইজুল ও আব্বাসের নির্দেশে টিপু শেখ ২৫-৩০ জন লোক নিয়ে এসে আল আমিনকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। আল আমিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে নারীসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। আহতাবস্থায় আল আমিন শেখকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযোগের বিষয়ে জানতে ফাইজুল, আব্বাস ও টিপু শেখের বাড়িতে গেলে তাদের ঘর তালাবদ্ধ পাওয়া যায়।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘‘কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়