ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩২, ২৬ ডিসেম্বর ২০২৫
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার আদালত এই রায় দিয়েছে।

শত শত কোটি ডলারের ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড (ওয়ানএমডিবি) কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় বিচারে দোষী সাব্যস্ত করা হলো রাজাককে। এই রায় উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

প্রধানমন্ত্রী থাকাকালে ওয়ানএমডিবি তহবিল থেকে বিশাল অর্থ আত্মসাতের ক্ষেত্রে নাজিবের ভূমিকার জন্য তার সাজা ঘোষণা করেননি বিচারক। তাকে ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগ এবং অর্থ পাচারের ২১টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মালয়েশিয়া এবং মার্কিন তদন্তকারীরা জানিয়েছেন, ওয়ানএমডিবি থেকে কমপক্ষে ৪৫০ কোটি ডলার চুরি করা হয়েছে। ২০০৯ সালে ক্ষমতায় থাকাকালে এই রাষ্ট্রীয় তহবিল গঠন করেছিলেন রাজিব। নাজিবের অ্যাকাউন্টে ১০০ কোটি ডলারেরও বেশি প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে।

বিচারক কলিন লরেন্স সিকুয়েরাহ তার রায়ে বলেন, “অভিযুক্তের অভিযোগ যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উইচ হান্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তবে তার দাবি শীতল, কঠোর এবং অকাট্য প্রমাণের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে।”

প্রতিটি অভিযোগে নাজিবের সর্বোচ্চ ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে, সেইসাথে অভিযুক্ত তহবিলের মূল্যের পাঁচ গুণ পর্যন্ত জরিমানা হতে পারে।

এই রায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শাসক জোটে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে, যার মধ্যে একসময়ের প্রভাবশালী ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন অন্তর্ভুক্ত রয়েছে। এই দলটির উপর এর সাবেক নেতা নাজিবের উল্লেখযোগ্য প্রভাব বজায় রয়েছে।
তহবিল থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের জন্য তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার রায় বহাল রাখে। সেই মামলায় তার ১২ বছরের কারাদণ্ড গত বছর একটি ক্ষমা বোর্ড অর্ধেক করে দিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়