ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় বাসে থাকা নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
আহতরা হলেন- গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার গাউস শিকদারের ছেলে নিয়ামত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রম্বু খলিফার ছেলে ইয়াছিন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আবেদ আলীর ছেলে হায়দার আলী, একই উপজেলার সোনা মিয়ার ছেলে আমেদ মিয়া, মোল্লারহাট উপজেলার আসাদুজ্জামানের স্ত্রী জুলেখা আক্তার এবং মোল্লারহাট উপজেলার মাসুদ মিয়ার ছেলে রেজবি মিয়া।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে অল্প কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় কবলিত ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১৪-১১০৩) বাসটি হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক।
ঢাকা/রতন/এস