‘আমি বিএনপির লোক, স্বতন্ত্র ভোট করতে বলিয়েন না’ কাঁদলেন বিএনপি নেতা
লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়েন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়েন চারবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তাকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য নেতাকর্মীরা অনুরোধ করলেও তিনি দলের স্বার্থে তা প্রত্যাখ্যান করেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর আলমের নিজ বাসভবনে তাকে ঘিরে ধরেন তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, ‘‘আপনারা দীর্ঘ ১৮ বছর আমার সঙ্গে ছিলেন। আমি যখন যা হুকুম দিয়েছি, আপনারা নির্দ্বিধায় পালন করেছেন। আজ আপনাদের ধৈর্য ধরার সময় এসেছে। আমি বিএনপির লোক, আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে বলিয়েন না। আমি আপনাদের কাছে হাতজোড় করে মাফ চাই।’’
তিনি আরও বলেন, ‘‘আমি আজ নির্বাচন করলে যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি হেরে যাবেন। আর দল হারলে সেটা হবে আমাদের সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। আমি চাই না আমার কারণে দলের কোনো ক্ষতি হোক।’’
লালমনিরহাট-২ আসন আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩৪ জন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। জাহাঙ্গীর আলম এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
জাহাঙ্গীর আলমের এই ত্যাগী মনোভাব স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়ন না পাওয়ার ক্ষোভ থাকলেও, দলের বৃহত্তর স্বার্থে তার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন সাধারণ কর্মীরা।
ঢাকা/সিপন//