ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ-৪ 

রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় নির্বাচনি কর্মশালা প্রত্যাখান ছাত্রদলের

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:০৩, ২৯ ডিসেম্বর ২০২৫
রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় নির্বাচনি কর্মশালা প্রত্যাখান ছাত্রদলের

রাশেদ খান

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় নির্বাচনী কর্মশালা প্রত্যাখ্যান করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন। সোমবার (২৯ ডিসেম্বর) এ নির্বাচনী কর্মশালা হওয়ার কথা ছিল।

আরো পড়ুন:

আরো পড়ুন: বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

মৌসুম উদ্দিন শোভন বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে তাকে (রাশেদ খান) কখনো আমরা কাছে পাইনি। তিনি কালীগঞ্জের বাসিন্দাও না। একজন বহিরাগত প্রার্থী আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কালীগঞ্জের তিনজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে মনোনয়ন না দেওয়ায় ছাত্রদলের নির্বাচনী কর্মশালা প্রত্যাখ্যান করা হয়েছে।” 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

আরো পড়ুন: কালীগঞ্জের ভোটার হচ্ছেন রাশেদ খান

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “মো. রাশেদ খান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, ঝিনাইদাহ-৪ আসন যেটা ঝিনাইদাহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে। এ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে।”  

এদিকে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার হস্তান্তর করেছেন মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন থেকে তা অনুমোদন করা হয়। 

আরো পড়ুন: রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের বিক্ষোভ

এ বিষয়ে রাশেদ খান বলেন, “আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হব। আমি কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে নতুন করে উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।”

আরো পড়ুন: রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন পাঁচজন।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়