ঢাকা-২
জামায়াত প্রার্থী আব্দুল হকের মনোনয়ন বাতিল
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান অনুযায়ী ত্রুটি পাওয়ায় ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন।
ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন- বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জামায়াত প্রার্থী মো. আব্দুল হক ও দলটির স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ঢাকা/শিপন/মাসুদ