ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জ-৩

এবি পার্টির প্রার্থী তালহার মনোনয়ন বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১১, ৩ জানুয়ারি ২০২৬
এবি পার্টির প্রার্থী তালহার মনোনয়ন বাতিল

সৈয়দ তালহা আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. ইলিয়াস মিঞা তালহা আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

আরো পড়ুন:

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঋণখেলাপি থাকায় বিধি অনুযায়ী সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন।

সৈয়দ তালহা আলম বলেন, ‘‘আমার একটা আয়কর খাজনাদি অডিটের মধ্যে ছিল। সেটা তাৎক্ষণিক রায় হয়ে গিয়েছে, কিন্তু রায় ঘোষণা পেন্ডিংয়ে ছিল। তবে, আমার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া ছিল। যেহেতু জেনেছি এটা রায় হয়ে গেছে, আমি রায়ের বিরুদ্ধে আপিল যাব।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়