ধানের শীষ গণতন্ত্র, অধিকার ও ভোটের স্বাধীনতার প্রতীক: গয়েশ্বর
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ধানের শীষ মিশে আছে জনগণের অন্তরে। এই প্রতীক গণতন্ত্র, অধিকার ও ভোটের স্বাধীনতার প্রতীক।’’
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়নে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। তারা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।’’
তিনি আরো বলেন, ‘‘বিএনপি সবসময় জনগণের কথা বলেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেবে। ধানের শীষ প্রতীক সেই আন্দোলনেরই প্রতিফলন।’’
ঢাকা/শিপন/রাজীব