ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৩, ৪ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে সিজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার রাতে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আবুল হোসেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।

আরো পড়ুন:

পরিবার সূত্র জানায়, শনিবার সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন আবুল হোসেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশে কুমারখালি বাজারে যান। এশার নামাজের সময় হলে তিনি বাজারের মসজিদে প্রবেশ করেন। ফরজ নামাজের সিজদায় গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন।

মৃতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘‘আল্লাহ তাকে যেভাবে নিয়েছেন, সেটা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়