ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে বৈছাআ’র তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ৬ জানুয়ারি ২০২৬  
শেরপুরে বৈছাআ’র তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক, পাঁচ সমন্বয়কসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।

যোগদানকারীরা হলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও কমিটির সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস, মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমানসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দ। 

অনুষ্ঠানে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফায় বাংলাদেশ বিনির্মাণে সবকিছু বলা আছে। এই যোগদানের ফলে শেরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আরো শক্তিশালী হবে।’’

বিএনপিতে যোগ দিয়ে ফারহান ফুহাদ তুহিন বলেন, ‘‘নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটি আমরা চেষ্টা করেও বাস্তবায়ন করতে পারিনি। আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্ন ছিল সেটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুরের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলাম।’’ 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম সিদ্দিকী বাবু প্রমুখ। 

ঢাকা/তারিকুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়