ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনিকে শোকজ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৭ জানুয়ারি ২০২৬  
বরগুনায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনিকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র বিরুদ্ধে রির্টানিং কর্মকর্তার নিকট আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন। 

গত ৩০ ডিসেম্বর বরগুনার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পর বিএনপি মনোনিত প্রার্থী নুরুল ইসলাম মনিকে শোকজ করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ১নং নোটিশে ‘১১০’ বরগুনা-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিমের স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলাম মনোনিত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও অভিযোগকারী মো. শামীম আহসান। তিনি বলেন, “গত ৩ জানুয়ারি শোকজের বিষয়টি অভিযোগকারী হিসেবে আমাকে জানানো হয়েছে। তবে, বিষয়টি গোপন রাখা হয়েছিল।” 

শোকজ নোটিশে বলা হয়, বিগত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার- এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেন। মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচের অধিক লোক নিয়ে দাখিল করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা সত্বেও ধানেরশীষ প্রতীকের প্রার্থী হয়ে দলবল নিয়ে সহকারী রিটানিং কর্মকর্তার রুমে প্রবেশ করে উচ্ছৃঙ্খল আচরণ করা এবং বিদ্বেষমূলক শ্লোগান দেওয়া হয়। ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর তেড়ে আসারও অভিযোগ রয়েছে শোকজ নোটিশে। 

এছাড়াও আচরণ বিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অকথ্য ভাষায় উচ্চস্বরে গালিগালাজ ও হুমকি প্রদর্শনের মাধ্যমে নাজেহাল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ রয়েছে- যার ভিডিও বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তাছাড়া নোটিশে ‘নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৯নং বিধির (ঘ)নং উপবিধি এবং ১৫নং বিধির (ক)নং উপবিধির স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়। 

আগামীকাল ৭ জানুয়ারি সকাল ১০টায় বিএনপির ওই প্রার্থীকে অভিযোগের বিষয় বক্তব্য/ব্যাখা দিতে স্ব-শরীরে বরগুনা জেলা জজ আদালত ভবনে অবস্থিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, “এমন অভিযোগ মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য এমন কথা ছড়ানো হচ্ছে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়