গাজীপুরে এনসিপি সদস্যকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
হাবিব চৌধুরী।
গাজীপুরে হাবিব চৌধুরী (২৪) নামে এনসিপির এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, গুলি তার শরীরে লাগেনি। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দেন। সেখান থেকে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। বৃহস্পতিবার হাবিবকে মোগরখাল এলাকায় ফাঁকা একটি স্থানে নিয়ে যান তারা। সেখানে মোটরসাইকেল পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে ওঠেন। তখনই অপরজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়েন। তবে, গুলিটি তার শরীরে না লাগায় প্রাণে বেঁচে যান। এরই মধ্যে, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, ‘‘মোটরসাইকেলের মূল্যের চেয়ে কিছুটা বেশি দাম বলে আগ্রহ দেখায় তারা। সাক্ষাতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। ’’
এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, ‘‘এনসিপি সদস্য হাবিবি চৌধুরীকে ট্র্যাপে ফেলা হয়েছিল। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। এটা খুবই এলার্মিং। তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।’’
বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব