ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে  

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৬, ৮ জানুয়ারি ২০২৬
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে  

গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়৷ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে৷  

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় ঝুটের গুদামে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা ওই গুদামে ধোঁয়া দেখতে পান৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফোন করে জানানোর পর ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে৷ আগুনের তীব্রতা বাড়লে সারাবো স্টেশন থেকে তিনটি ও ভোগরা স্টেশন থেকে আরেকটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনে কয়েকটি গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ছয়টি ইউনিট কাজ করেছে৷ পাশাপাশি গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ এখন ডাম্পিংয়ের কাজ চলছে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি৷ আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে৷ 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়