ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫০, ৮ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

মিন্টু ফরায়েজী।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ১০ ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন তারা।

অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান বিভিন্ন সরকারি বরাদ্দ প্রকল্প, ডিজিটাল সেন্টার পরিচালনা, পাকা ঘর, গৃহহীনদের তালিকা, গাছ কাটার অনুমতি, রাস্তা প্রশস্তকরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নসহ প্রায় সব ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে সদস্যরা মতামত দেওয়ার সুযোগ পাননি। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প বণ্টন হওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।

নজরুল ইসলাম, বশীর হাওলাদার, আবুল হোসেনসহ কয়েকজন ইউপি সদস্য বলেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা ইউনিয়নের স্বার্থে অনাস্থা দিতে বাধ্য হয়েছি।

চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন, ‘‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে অনাস্থা দেওয়া হয়েছে।’’

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, ‘‘লিখিত অনাস্থা প্রস্তাব পেয়েছি। আইন অনুযায়ী বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/লিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়