ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৯ জানুয়ারি ২০২৬  
বরগুনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

বরগুনায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হল থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পৃথক হল থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- বরগুনা সরকারি কলেজের ২ নম্বর কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী ইয়ামনি এবং আইডিয়াল কলেজের ১০৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী রাসেল মিয়া।

এর মধ্যে, ইয়ামনির কাছ থেকে একটি কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) এবং রাসেলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বরগুনা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইলেকট্রনিক ডিভাইসসহ দুইজনকে আটক করে পুলিশ। এর মধ্যে, রাসেলকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরী সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন। ইয়ামনির বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়