দিনাজপুরে কনকনে শীত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুয়াশার মধ্যে কাজের সন্ধানে বের হয়েছে মানুষ
কনকনে শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি জানিয়েছেন।
শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রংপুর বিভাগসহ দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা আজ সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭, রংপুরে ১০ দশমিক ২, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ১০, নওগাঁর বদলগাছিতে ১০, বগুড়ায় ১০ দশমিক ৪, রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ১০, চুয়াডাঙ্গা ৯ দশমিক ৩, যশোর ৯ দশমিক ৮, এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।
ঢাকা/মোসলেম/মাসুদ