ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাটহাজারীতে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০৩, ১১ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

মাহবুব আলম

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় মাহবুব আলম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে পৌরসভার কলাবাগান এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

আরো পড়ুন:

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান এ তথ্য জানান।

নিহত মাহবুব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে। তিনি মাইক্রোবাস চালক ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, আজ ভোর ৪টার দিকে তিন-চারজন সন্ত্রাসী কলাবাগান এলাকায় মাহবুবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে, পথেই তার মৃত্যু হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ  কাজ শুরু করেছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়