ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আব্দুল হক

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৩ জানুয়ারি ২০২৬  
ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আব্দুল হক

অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের রায়ের মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহাল হয়। এ খবরে ঢাকা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন:

এর আগে বিভিন্ন জটিলতার কারণে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের প্রার্থিতা বাতিল করেছিলেন। 

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  আব্দুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “আমি ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

ঢাকা-২ আসনের জামায়াত নেতারা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তারা আশা করেন যে, আব্দুল হকের নেতৃত্বে জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

ঢাকা/শিপন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়