ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: তদন্তে ডিবি পুলিশ, ২৬ জন রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০১, ১৩ জানুয়ারি ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: তদন্তে ডিবি পুলিশ, ২৬ জন রিমান্ডে

পরীক্ষায় জালিয়াতির অভিযোগের মামলায় ২৬ আসামিকে আদালতে নেওয়া হয়।

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার তদন্তে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ ২৬ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন:

গত শুক্রবার (৯ জানুয়ারি) নিয়োগ পরীক্ষার দিন গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার ৪৩টি কেন্দ্র থেকে গ্রেপ্তার ৫২ পরীক্ষার্থীসহ ৫৫ জনের বিরুদ্ধে জেলায় তিন থানায় পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে পলাশবাড়ীতে তিনটি, সদরে একটি এবং ফুলছড়িতে একটি মামলা হয়। একই অভিযোগে একাধিক মামলায় রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা। এরমধ্যে সদর থানার মামলা তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘‘পরীক্ষার দিন গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিকল্পিত চুক্তি, ডিভাইস সরবরাহ, বাইরে থেকে প্রশ্ন সমাধান এবং নির্দিষ্ট লোকেশনে বসে রিয়েল-টাইম সাপোর্ট দেওয়ার তথ্য মিলেছে। এসব তথ্য যাচাই করে পুরো চক্রকে আইনের আওতায় আনতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে এই চক্রের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘সদর উপজেলায় ৩৭ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১১ জন নারী পরীক্ষার্থীকে মানবিক কারণে রিমান্ড আবেদন করা হয়নি। তারা কারা হেফাজতে রয়েছেন। বাকি ২৬ জন পুরুষ পরীক্ষার্থীর রিমান্ড আবেদন করা হয়।’’

মামলা সংশ্লিষ্ট থানা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার ৪৩টি কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্র থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে গাইবান্ধা সদরের ১৯টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ির ৩টি কেন্দ্রে থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার দুটি কেন্দ্র থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পর দিন শনিবার (১০ জানুয়ারি) গ্রেপ্তার ৫২ জন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষকসহ ৫৫ জনের বিরুদ্ধে তিন থানায় মামলা করে দুই উপজেলার চার কেন্দ্র সচিব ও গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। আসামিদের মধ্যে তিনজন শিক্ষক পলাতক রয়েছেন।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  লক্ষ্মণ কুমার দাশ বলেন, ‘‘ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্ত করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। আশা করছি, সঠিক তদন্তের মাধ্যমে তাদের হোতাদের সনাক্ত করা সম্ভব হবে।’’ 

গত ৯ জানুয়ারি জেলায় চার শতাধিক শুন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। 

ঢাকা/লুমেন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়