ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবদল নেতা বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৩, ১৫ জানুয়ারি ২০২৬
যুবদল নেতা বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে এই আলটিমেটাম দেন তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হোসেন ইমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসেন ও সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

আরো পড়ুন:

বক্তারা বলেন, তথাকথিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিল অন্যতম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাবুর বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এর আগে, শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশ তথ্য জানানো হয়।

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়