তেহরানে নিরাপত্তা জোরদার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় রাজধানী তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে চেকপয়েন্ট, পুলিশ স্টপ এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর উপস্থিতি রয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা আল-জাজিরা অনলাইনকে জানিয়েছেন।
ওই বাসিন্দা বলেন, “রাজধানী এবং অন্যান্য স্থানে বিশাল সামরিক উপস্থিতি রয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা জানান, মোটরসাইকেলে করে সশস্ত্র বাহিনী রাস্তায় টহল দিচ্ছে।
তিনি বলেন, অস্থিরতার সময় নিহতদের সরকার ‘সন্ত্রাসী’ বা সন্ত্রাসবাদের শিকার হিসেবে চিত্রিত করেছে। ‘অনিশ্চয়তা অনেক বেশি। অনেক মানুষ চিন্তিত।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেকেই শিগগিরই সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের প্রত্যাশা করছেন, বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে সাহায্য করবে নাকি আরো খারাপ করবে তা নিয়ে মতবিরোধ রয়েছে।
তেহরানের একজন বাসিন্দা আল জাজিরাকে জানিয়েছেন, সরকারি দমন-পীড়নে অনেকের মৃত্যুর পর বিক্ষোভ কমে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, “গত দুই-তিন দিনে বিক্ষোভ শান্ত হয়েছে। কারণ নিহতের সংখ্যা অনেক বেশি। সেই কারণেই মানুষ বাইরে বের হয়নি।”
স্থানীয়দের মতে, গত সপ্তাহের সবচেয়ে ভয়াবহ সময় ছিল বৃহস্পতিবার এবং শুক্রবার, যখন রাজধানী জুড়ে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক মানুষ নিহত হয়, তাদের পরিবার তেহরানের কবরস্থানে এবং শহরের বাইরে তাদের দাফন করার জন্য জড়ো হয়েছিল।
ঢাকা/শাহেদ