ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে কারুশিল্পের শিল্পকর্ম প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৬, ১৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে কারুশিল্পের শিল্পকর্ম প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

বাংলাদেশের চারুকলা শিক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ আয়োজিত শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ৩টায় চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদর্শনীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পুরস্কৃত চিত্রকর্মের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্মিত মোট ১৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। কারুশিল্পের নান্দনিকতা, ঐতিহ্য ও সৃজনশীল প্রকাশ এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অনুপম হুদা এবং অধ্যাপক মোঃ ফারুক আহমদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

প্রদর্শনীটি আগামী ১৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়