ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৫ জানুয়ারি ২০২৬  
বগুড়ায় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

বগুড়ায় অস্ত্রসহ পোদ্দার বাহিনীর প্রধান ফিরোজ পোদ্দার ও তার সহযোগী রায়হান আলী রানাকে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার (১৫ জানুয়ারি) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় নিজ বাড়ি থেকে ফিরোজ পোদ্দারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রানাকে আটকের পর ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেরেবাড়ি বাবুর বাজার এলাকার একটি দোতলা বাসা থেকে ৭.৬২ মিলিমিটার রিভলবার উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ফিরোজ ও রানা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ,  অস্ত্র ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন আছে।

ফিরোজ শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে। রানা খরনা ইউনিয়নের ওমরদিঘী গ্রামের ইজার উদ্দিনের ছেলে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. জানে আলম সাদিফ বলেছেন, ফিরোজ পোদ্দার ও তার সহযোগী রানা পেশাদার অপরাধী। তারা অস্ত্র ও মাদক ব্যবসায়ী। আমরা দীর্ঘদিন ধরেই তাদেরকে ট্রেসে রেখেছিলাম। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল প্রথমে ফিরোজ পোদ্দারকে এবং পরবর্তীতে তার সহযোগী রানাকে আটক করতে সক্ষম হই। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেরেবাড়ি বাবুর বাজার এলাকার একটি দোতলা বাসায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিলিমিটারের ব্রিটিশ বুলডগ রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়