ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে এক হৃদয়ভাঙা সন্ধ্যা, চার প্রাণ ঝরে গেল সড়কে

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৪৫, ১৮ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে এক হৃদয়ভাঙা সন্ধ্যা, চার প্রাণ ঝরে গেল সড়কে

রবিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মহাসড়কে ইজিবাইককে চাপা দিয়ে খাদে ছিটকে যাওয়া সার্বিক পরিবহনের বাস। ছবি: রাইজিংবিডি।

একটি ইজিবাইক চাপা দিয়ে সড়ক থেকে ছিটকে বাস চলে গেছে খাদে। তাতে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকের দুজন এবং বাসের একজন আরোহীর প্রাণ নিভে গেছে ঘটনাস্থলে, আরেকজন মারা গেছেন হাসপাতালে নেওয়ার পর।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতিতে চলা সার্বিক পরিবহনের বাস একটি ইজিবাইককে চাপা দেয়। তাতে জন্ম হয়েছে এই বিয়োগাত্মক ঘটনার।

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালে যাচ্ছিল সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি। ঘটকচর এলাকায় বাসটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মধ্যে একজন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি সার্বিক পরিবহনে সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ইজিবাইকের দুই নিহত আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/বেলাল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়