ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪১, ১৯ জানুয়ারি ২০২৬
কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। প্রশাসন কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করবে না।’’ 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না। আমরা জনগণের সঙ্গে কথা বলছি। প্রার্থীরা যেন সমান সুযোগ পায়, সেটাই আমরা নিশ্চিত করব। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’’ 

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। আগামী ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর কেউ সভা-সমাবেশ করলে সেটাও নির্বাচন কমিশন দেখবে।’’

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা/লিটন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়