ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত নেতার মৃত্যুতে শোক

হে আল্লাহ, এ কোন পরীক্ষা: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৯ জানুয়ারি ২০২৬  
হে আল্লাহ, এ কোন পরীক্ষা: আমির হামজা

“আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?”— নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লিখে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা কমিটির আমির অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে মারা গেছেন অধ্যাপক আবুল হাশেম।

আরো পড়ুন:

ফেসবুকে আবুল হাশেমের ছবি পোস্ট করে আমির হামজা লিখেছেন, “আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা? আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজার পুরনো একটি বত্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ঝড় বয়ে যায়। বক্তৃতায় আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। 

তবে, বক্তৃতাটি ২০২৩ সালের দাবি করে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। শনিবার (১৭ জানুয়ারি) দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণটি দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি।”

এ ঘটনার পরে রোববার (১৮ জানুয়ারি) সকালে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয় কুষ্টিয়ায়। বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আমির হামজা জানান, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সোমবার আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন জামায়াতের নেতাকর্মীরা। সেই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির আবুল হাশেম। পরে তাকে ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়