ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভর্তি লটারির বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪১, ১৯ জানুয়ারি ২০২৬
ভর্তি লটারির বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিল ও অতিরিক্ত শাখা বৃদ্ধির দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক শিক্ষার্থী ও তার অভিভাবক।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আখাউড়া উপজেলার নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী পূর্ণতা ও তার মা লাকি বেগম অংশ নেন। এ সময় কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

আরো পড়ুন:

প্রতিবাদকারী অভিবাবক লাকি বেগম বলেন, “ডিজিটাল লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। লটারি পদ্ধতিতে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীর যোগ্যতার মূল্যায়ন নয়।”

তিনি লটারিকে ‘ভাগ্যের ওপর নির্ভর করে ফাউ কিছু পাওয়ার মতো’ বলে মন্তব্য করেন এবং অতিরিক্ত শাখা খুলে আরো শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব্রত বণিক জানান, চলতি শিক্ষাবর্ষে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে তিনটি শাখায় প্রতি শাখায় ৫৫ জন করে মোট ১৬৫ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। নির্ধারিত সংখ্যার বাইরে ভর্তি নেওয়ার সুযোগ নেই।

বিদ্যালয়ের প্রশাসনিক সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবিয়া বলেন, “প্রতিবাদকারী অভিভাবক বিষয়টি নিয়ে তার সঙ্গে দেখা করেছেন। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত ও নীতিমালার বাইরে গিয়ে ভর্তি বা শাখা বৃদ্ধির কোনো সুযোগ নেই।”

ঢাকা/পলাশ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়