খুলনা-৪: ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম সাখাওয়াত হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জোটের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করেন।
এদিকে, মাওলানা সাখাওয়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. কবিরুল ইসলাম। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারপত্র ঢাকায় জামায়াত আমিরের কাছে পাঠিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সেটি নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম সাখাওয়াত হোসেন বলেন, “১০ দলীয় জোটের বৈঠকে সারাদেশে খেলাফত মজলিসের ১২ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা-৪ রয়েছে।”
জামায়াতের প্রার্থী মাওলানা মো. কবিরুল ইসলাম বলেন, “কেন্দ্রের নির্দেশে মনোনয়ন প্রত্যাহারপত্র আমিরে জামায়াতের কাছে পাঠিয়েছি। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, সেভাবেই কাজ করব।”
জামায়াতের প্রার্থীতা প্রত্যাহারের ফলে খুলনা-৪ আসনে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ তৈরি হলো। এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ শেখ ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন। তিনজনই আসনটিতে আগে নির্বাচন করেছেন। তবে কেউই জয়ী হতে পারেননি।
অপরদিকে, জামায়াতের সমর্থনে খুলনা-১, ২, ৩ ও ৫ নম্বর আসন থেকে খেলাফত মজলিসের ৪ প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। খুলনা-৪ বাদে অন্য ৫টি আসনে জামায়াত নেতারাই ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ