ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫২, ২০ জানুয়ারি ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া তরুণী।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের দাবিতে রাকিব (২৫) নামে এক যুবকের বাড়িতে গত দুইদিন ধরে অনশন করছেন ২০ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়েটির বাবা। 

স্থানীয় সূত্র জানায়, একটি কারখানায় কাজ করার সময় মেয়েটির সঙ্গে রাকিবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব একাধিকবার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করেন তিনি।

আরো পড়ুন:

ভুক্তভোগী জানান, বিয়ের কথা বললে রাকিব নানা অজুহাতে সময়ক্ষেপণ করতেন। বিষয়টি দুই পরিবার জানার পর একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এর মধ্যেই রাকিব তাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত ১৮ জানুয়ারি সকালে বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে অবস্থান নেন তিনি।

ভুক্তভোগী মেয়ের বাবার অভিযোগ, এই সম্পর্কে গর্ভপাতের ঘটনাও ঘটে। এখন রাকিব ও তার পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। মেয়ের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এখনো লিখিত অভিযোগ হাতে পায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়